
পারাপার – হুমায়ূন আহমেদ
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে হিমু অন্যতম। হিমু সিরিজের প্রথম বই হলো ময়ূরাক্ষী (১৯৯০)। হিমু সিরিজের বইগুলোর মধ্যে পারাপার ৪র্থ। পারাপার বইটি ১৯৯৪ সালে প্রথম পরবর্তীতে ২০০৫ সালে অন্যপ্রকাশ থেকে বইটি বের হয়।
পারাপার – কাহিনীসংক্ষেপ
হিমুকে ইয়াকুব আলী নামে এক বড়লোক খোজ করেন। যার ব্লাড ক্যানসার ছিল। তাকে কিছুদিন পরপর রক্ত পরিবর্তন করতে হতো। তিনি স্বপ্নে তার মৃত স্ত্রীকে দেখতেন, তার মৃত স্ত্রী তাকে স্বপ্নে বলে,তাকে যদি কোন নিষ্পাপ পবিত্র মানুষের রক্ত দেওয়া যায় তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। হিমু তার জন্যে পবিত্র মানুষ খুঁজে বেড়ায়।