Sonay Rangay Makhamakhi সোনায় রাঙায় মাখামাখি– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

Rate this Book

সোনায় রাঙায় মাখামাখি
– রবীন্দ্রনাথ ঠাকুর

সোনায় রাঙায় মাখামাখি,
রঙের বাঁধন কে দেয় রাখি
পথিক রবির স্বপন ঘিরে।
পেরোয় যখন তিমিরনদী
তখন সে রঙ মিলায় যদি
প্রভাতে পায় আবার ফিরে।
অস্ত-উদয়-রথে রথে
যাওয়া-আসার পথে পথে
দেয় সে অাপন আলো ঢালি।
পায় সে ফিরে মেঘের কোণে,
পায় ফাগুনের পারুলবনে
প্রতিদানের রঙের ডালি।

(স্ফুলিঙ্গ)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *