ফুল ছিঁড়ে লয়
– রবীন্দ্রনাথ ঠাকুর
ফুল ছিঁড়ে লয়
হাওয়া,
সে পাওয়া মিথ্যে
পাওয়া–
আনমনে তার
পুষ্পের ভার
ধুলায় ছড়িয়ে
যাওয়া।
যে সেই ধুলার
ফুলে
হার গেঁথে লয়
তুলে
হেলার সে ধন
হয় যে ভূষণ
তাহারি মাথার
চুলে।
শুধায়ো না মোর
গান
কারে করেছিনু
দান–
পথধুলা-‘পরে
আছে তারি তরে
যার কাছে পাবে
মনি।
(স্ফুলিঙ্গ)