Pathshale Hai Tole পাঠশালে হাই তোলে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

Rate this Book

পাঠশালে হাই তোলে
– রবীন্দ্রনাথ ঠাকুর

পাঠশালে হাই তোলে
মতিলাল নন্দী;
বলে, “পাঠ এগোয় না
যত কেন মন দি।’
শেষকালে একদিন
গেল চড়ি টঙ্গায়,
পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে
ভাসালো মা-গঙ্গায়,
সমাস এগিয়ে গেল,
ভেসে গেল সন্ধি–
পাঠ এগোবার তরে
এই তার ফন্দি।

(খাপছাড়া কাব্যগ্রন্থ)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *