Panthojon পান্থজন– শামসুর রাহমান Shamsur Rahman

Rate this Book

পান্থজন
– শামসুর রাহমান

বহু পথ হেঁটে ওরা পাঁচজন গোধূলিতে
এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে।
গাছের একটি পাখি শুধায় ওদের-
“বলতো তোমরা কারা?” প্রশ্ন শুনে পান্থজন
ঝুঁকে পড়ে নিজের বোধের
কাছে; বলে একজন “হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান ।”
দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশি মতন
বাজে, “আমি বৌদ্ধ, হীনযান ।”
এবং তৃতীয় জন বলে, “আমি এক নিষ্ঠাবান
বিনীত খ্রীষ্টান,”
চতুর্থ পথিক করে উচ্চারণ, “আমার ঈমান
করেছি অর্পণ আমি খোদার আরশে,
আমিতো মুসলমান ।”

পঞ্চম পথিক খুব কৌতূহলবশে
কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, “আমি মানবসন্তান।”

(কাব‌্যগ্রন্থঃ এক ফোঁটা কেমন অনল ১৯৮৬)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *