যখন ঘুমিয়ে ছিলাম – শামসুর রাহমান মিয়ে ছিলাম ঘরে একা; আচমকা ঘুম ছিঁড়ে গেলে পর মনে হলো কে যেন ঝাঁকুনি দিয়ে জোরে ভাঙালো আমার শান্ত, গাঢ় নিদ্রা; বিচলিত হয়ে খুঁজি কাকে? কোন্ সে মানব অথবা মানবী, যার মুখ দেখার আশায়... Read more
যখন কখনো চণ্ডীদাস – শামসুর রাহমান যখন কখনো চণ্ডীদাস মধ্যরাতে নক্ষত্রের দিকে তাকাতেন, মনে হয়, তখন দু’চোখ তাঁর বাষ্পময় হয়ে উঠতো, অকস্মাৎ নামহীন ভয় করতো দখল তাঁকে; হয়তো নিঃসীম শূন্যতা দেখে ভূমণ্ডলে, নভোমগুলের স্তরে স্তরে, অস্তিত্বের তন্তজালে, শিহরিত হতেন নিজের... Read more
যখন আমার কাছ থেকে – শামসুর রাহমান যখন আমার কাছ থেকে চলে যাও তুমি হায়, আমার হৃদয়ে ক্রূদ্ধ বাজ পাখি সুতীক্ষ্ম চিৎকারে দীর্ণ করে দশদিক, নখের আঁচড়ে বারে বারে কুটি কুটি ছেঁড়ে শিরাপুঞ্জ, কী ব্যাপক তমসায় অন্তর্গত পুষ্পাকুল উদ্যান ভীষণ... Read more
ম্লান হয়ে যাই – শামসুর রাহমান খুব ভোরে জেগে উঠে দেখি চেনা সুন্দর পৃথিবী আমার দিকেই গাঢ় মমতায় তাকিয়ে রয়েছে; গাছ, লাল গোলাপ কাছের নার্সারির, খোলা পথ নীলকণ্ঠ, ভাসমান মেঘ শুভেচ্ছা জানায়, ভাবি- আজ তুমি প্রিয়তমা, সুস্থ থাকবে, আনন্দে ভরে... Read more
ম্যাজিক লন্ঠন – শামসুর রাহমান কোথায় তোমার উৎস কবিতা হে কবিতা আমার? কোন্ নেই-দেশ থেকে অকস্মাৎ তুমি, পৃথিবীর কোন্ প্রান্ত থেকে আসো? স্যীন্ কিংবা রাইনের তীর অথবা টেমস্ ভল্গা, মিসিসিপি নীল নদ-কার তরঙ্গে নেচেছো তুমি? সত্য তুমি কেটেছো সাঁতার সেসব... Read more
