যদি পঙ্ক্তিমালা করে আলিঙ্গন – শামসুর রাহমান এই যে কখনও আমি বিচলিত হয়ে পড়ি সন্ধ্যা নামলেই, অন্তর্লোক গাঢ় অন্ধকার দ্রুত ছেয়ে এলেই কে যেন বোধাতীত ভাষার আবৃত্তি করে বেশ কিছুক্ষণ। মনে হয়, কোনও পাখি বস্তুত আপন মনে সুরেলা ছন্দের এক... Read more
যদি তুমি মন থেকে – শামসুর রাহমান এখন এ মধ্যরাতে মনে রেখো ধ্বনি বেজে ওঠে সারা চরাচরে; শাখাচ্যুত পাতা গাছের উদ্দেশে বলে, মনে রেখো, সমুদ্রের ক্ষিপ্র ঢেউ তটে এসে চুর্ণ হয়ে প্রতিবার আমাকে ভুলো না বলে ছোটে আবার পিছনে। গোধূলির... Read more
যদি তুমি ফিরে না আসো – শামসুর রাহমান তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি না। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো আয়নায়, আঙুলে জড়াচ্ছো চুল, দেখছো তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন... Read more
যদি কাসান্দ্রার মতো কেউ – শামসুর রাহমান ধরো যদি কাসান্দ্রার মতো কেউ বলতো আমাকে দারুণ অমোঘ তার কণ্ঠস্বরে, দেয়ালের লেখা করো পাঠ; হেলেনের মতো রূপ যার, তার দেখা যদি পাও অকস্মাৎ অবেলায় দৈব দুর্বিপাকে, কখনো দিও না সাড়া কুহক ছড়ানো... Read more
যদি ইচ্ছে হয় – শামসুর রাহমান যদি ইচ্ছে হয় যেতে পারি আদিম অরণ্যে যেখানে অন্ধকারে মূল্যবান রত্নের মতো জ্বলে পাশব চোখ, ভালুকের কশ বেয়ে গড়িয়ে পড়ে টাটকা মধুর ধারা। কিন্তু আমি যাইনে সেখানে, থাকি শহরে, আমার শহরে। ঊর্ধ্বশ্বাস ট্রাফিকের ব্যস্ততায়... Read more
