Ore Chirobhikkhu Tor Ajonmokaler Vikkhajuli ওরে চিরভিক্ষু, তোর আজন্মকালের ভিক্ষাঝুলি– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

Rate this Book

ওরে চিরভিক্ষু, তোর আজন্মকালের ভিক্ষাঝুলি
– রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে চিরভিক্ষু, তোর আজন্মকালের ভিক্ষাঝুলি
চরিতার্থ হোক আজি, মরণের প্রসাদবহ্নিতে
কামনার আবর্জনা যত, ক্ষুধিত অহমিকার
উঞ্ছবৃত্তি-সঞ্চিত জঞ্জালরাশি দগ্ধ হয়ে গিয়ে
ধন্য হোক আলোকের দানে, এ মর্ত্যের প্রান্ত-পথ
দীপ্ত ক’রে দিক, অবশেষে নিঃশেষে মিলিয়া যাক
পূর্ব সমুদ্রের পারে অপূর্ব উদয়াচল চূড়ে
অরুণ কিরণ তলে একদিন অমর্ত্য প্রভাতে।

(প্রান্তিক কাব্যগ্রন্থ)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *