অলস শয্যার পাশে জীবন মন্থরগতি চলে
– রবীন্দ্রনাথ ঠাকুর
অলস শয্যার পাশে জীবন মন্থরগতি চলে,
রচে শিল্প শৈবালের দলে।
মর্যাদা নাইকো তার, তবু তাহে রয়
জীবনের স্বল্পমূল্য কিছু পরিচয়।
(আরোগ্য কাব্যগ্রন্থ)
কবিতাটি ২৭৫৩ বার পঠিত হয়েছে।