নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস
– রবীন্দ্রনাথ ঠাকুর
নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস,
শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস—
বিদায় নেবার আগে তাই
ডাক দিয়ে যাই
দানবের সাথে যারা সংগ্রামের তরে
প্রস্তুত হতেছে ঘরে ঘরে।
(প্রান্তিক কাব্যগ্রন্থ)