মহারাজা ভয়ে থাকে
– রবীন্দ্রনাথ ঠাকুর
মহারাজা ভয়ে থাকে
পুলিশের থানাতে,
আইন বানায় যত
পারে না তা মানাতে।
চর ফিরে তাকে তাকে–
সাধু যদি ছাড়া থাকে
খোঁজ পেলে নৃপতিরে
হয় তাহা জানাতে,
রক্ষা করিতে তারে
রাখে জেলখানাতে।
(খাপছাড়া কাব্যগ্রন্থ)