Meghna Nodir Teere মেঘনা নদীর তীরে– শামসুর রাহমান Shamsur Rahman

Rate this Book

মেঘনা নদীর তীরে
– শামসুর রাহমান

মেঘনা নদীর তীরে যদি
একটুখানি যাও,
তখন তুমি দেখতে পাবে
নানা রূপের নাও।

ঢেউয়ের মাথায় ডিঙি চলে
নাচের তালে তালে,
মেশিন-অলা নৌকা যেন
ওড়ে নদীর গালে।

মেঘনা নদীর তীরে আছে
পাড়াতলী গাঁও,
তোমায় নেবে বুকে টেনে
দেখতে যদি চাও।

দেখবে তুমি সর্ষে ক্ষেতে
প্রজাপতির মেলা;
সূর্য ডোবার পরেই চলে
জোনাক পোকার খেলা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *