Khone Khone Mone Hoy Jatrar Somoy Bhuji Elo ক্ষণে ক্ষণে মনে হয় যাত্রার সময় বুঝি এল– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

Rate this Book

ক্ষণে ক্ষণে মনে হয় যাত্রার সময় বুঝি এল
– রবীন্দ্রনাথ ঠাকুর

ক্ষণে ক্ষণে মনে হয় যাত্রার সময় বুঝি এল,
বিদায়দিনের-পরে আবরণ ফেলো
অপ্রগল্‌ভ সূর্যাস্ত-আভার;
সময় যাবার
শান্ত হোক, স্তব্ধ হোক, স্মরণসভার সমারোহ
না রচুক শোকের সম্মোহ।
বনশ্রেণী প্রস্থানের দ্বারে
ধরণীর শান্তিমন্ত্র দিক মৌন পল্লবসম্ভারে।
নামিয়া আসুক ধীরে রাত্রির নিঃশব্দ আশীর্বাদ,
সপ্তর্ষির জ্যোতির প্রসাদ।

(আরোগ্য কাব্যগ্রন্থ)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *