Jotokal Tui Srishor Moto যতকাল তুই শিশুর মতো– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

Rate this Book

যতকাল তুই শিশুর মতো
– রবীন্দ্রনাথ ঠাকুর

যতকাল তুই শিশুর মতো
রইবি বলহীন,
অন্তরেরি অন্তঃপুরে
থাক্‌ রে ততদিন।
অল্প ঘায়ে পড়বি ঘুরে,
অল্প দাহে মরবি পুড়ে,
অল্প গায়ে লাগলে ধুলা
করবে যে মলিন–
অন্তরেরি অন্তঃপুরে
থাক্‌ রে ততদিন।

যখন তোমার শক্তি হবে
উঠবে ভরে প্রাণ
আগুন-ভরা সুধা তাঁহার
করবি যখন পান–
বাইরে তখন যাস রে ছুটে,
থাকবি শুচি ধুলায় লুটে,
সকল বাঁধন অঙ্গে নিয়ে
বেড়াবি স্বাধীন–
অন্তরেরি অন্তঃপুরে
থাক্‌ রে ততদিন।

১৪ শ্রাবণ, ১৩১৭

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *