
এই আমি – হুমায়ূন আহমেদ
এই আমি – Ei ami হুমায়ূন আহমেদের ব্যক্তিগত আত্মজীবনীমূলক বই। বইটি ১৯৯৩ সালে প্রথম প্রকাশিত হয়। প্রচ্ছদ তৈরি করেন সমর মজুমদার। বইটিতে তিনি বলেছেন তার নিজের কথা, আর আশেপাশের মানুষের কথা। বইটিতে আরও রয়েছে তার বিভিন্ন চরিত্র যেমনঃ মিসির আলি, হিমু, মহামতি ফিহা সম্পর্কে তার মতামত। আরও রয়েছে আমেরিকায় থাকাকালে তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা।
Read More: Koster Status – দুঃখের স্ট্যাটাস
Humayun sir is best
His books is amazing 👏