
প্রগতির পথে প্রতিক্ষণে – শামসুর রাহমান কৃতী সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মরণে যাই নি পায়রাবন্দে, তবুও বেগম রোকেয়ার কবেকার শোকগ্রস্ত বাড়ির কঙ্কাল, ভিটেমাটি এবং সেখানকার ধূলিকণা, লতাগুল্ম আর লাউয়ের মাচান, ধানক্ষেত, কুয়োতলা, ছেঁড়া পাটি বর্গচাষি, বাল্য বিয়ে-পড়ানো মৌলভী, ছমিরণ, দিনভর খাটুনির ধকল-পোহানো... Read more