প্রেমের পদাবলী – শামসুর রাহমান ১ তোমার চোখের মতো আমি দেখিনি কখনো, তোমার ঠোঁটের মতো ঠোঁটে ওষ্ঠ করিনি স্থাপন কোনোদিন, তোমার বুকের পাখি একদা ধ্বনিত এ জীবনে। তোমার চুলের মতো চুল কোথাও কি এরকম ছায়া দেয় ক্লান্তির প্রহরে? মুছে ফেলে... Read more
প্রায়শ্চিত্ত – শামসুর রাহমান প্রত্যহ কিছু না কিছু দৃশ্য আমি চুরি ক’রে নিই। ভিন্ন চরিত্রের রৌদ্র, আলাদা জ্যোৎস্নার বিনম্র কম্পন, অগোচর রাস্তা এবং গ্রন্থের অত্যন্ত রহস্যময় লিপি চুরি করে নিই; সিঁড়ির আড়ালে ছায়াচ্ছন্ন মোহন মিথুন মূর্তি, লোপামুদ্রা ভীষণ বিব্রত শাড়ির... Read more
প্রত্যাশার প্রহর – শামসুর রাহমান আমার চাতক-মন সেই কবে থেকে প্রত্যাশার প্রহর কাটায় ধ্যানে, মাঝে মাঝে তার কী খেয়াল হয়, টেলিফোন রিসিভার তুলে বলে যায় এলেবেলে কথা, যদিও ওপারে কেউ নেই শ্রবণের প্রতীক্ষায়। এই খেলা কেন যে মাতিয়ে তোলে আমাকে... Read more
প্রত্যাশা জেগে নয় – শামসুর রাহমান এখন রোদের যৌবনের তাপ নেই, এটাই তো অনিবার্য পড়ন্ত বেলায়। প্রত্যুষের আনকোরা ক্ষণে মাথা ক’রে হেঁটে চলা দীর্ঘকাল ক্লান্তিকেই করে আলিঙ্গন, জানা আছে যুগ যুগান্তের পথচারীদের। এই যে পথিক আমি হেঁটেছি বিস্তর, সে-তো গোধূলি... Read more
প্রত্যাশা ছিল না কোনো – শামসুর রাহমান প্রত্যাশা ছিল না কোনো, তবু যেন কে ঐন্দ্রজালিক হঠাৎ ঘটিয়ে দিল চোখের পলকে এই সব আশ্চর্য আমার জন্যে-এই অলৌকিক কলরব, দুয়ারে পুষ্পক রথ, অন্তরে নিভৃত মাঙ্গলিক। এই যে তোমার মুখোমুখি বসে আছি শীতাতপ... Read more