বাহিরে যাহারে খুঁজেছিনু দ্বারে দ্বারে
– রবীন্দ্রনাথ ঠাকুর
বাহিরে যাহারে খুঁজেছিনু দ্বারে দ্বারে
পেয়েছি ভাবিয়া হারায়েছি বারে বারে—
কত রূপে রূপে কত-না অলংকারে
অন্তরে তারে জীবনে লইব মিলায়ে,
বাহিরে তখন দিব তার সুধা বিলায়ে।
(স্ফুলিঙ্গ)