বাতাস শুধায়, “বলে তো, কমল,
– রবীন্দ্রনাথ ঠাকুর
বাতাস শুধায়, “বলে তো, কমল,
তব রহস্য কী যে।”
কমল কহিল, “আমার মাঝারে
অামি রহস্য নিজে।”
(স্ফুলিঙ্গ)
বাতাস শুধায়, “বলে তো, কমল,
তব রহস্য কী যে।”
কমল কহিল, “আমার মাঝারে
অামি রহস্য নিজে।”
(স্ফুলিঙ্গ)