Balish Nei Se Ghumota Jay Mathar Nichi Et Diye বালিশ নেই, সে ঘুমোতে যায় মাথার নিচে ইঁট দিয়ে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

Rate this Book

বালিশ নেই, সে ঘুমোতে যায় মাথার নিচে ইঁট দিয়ে
– রবীন্দ্রনাথ ঠাকুর

বালিশ নেই, সে ঘুমোতে যায় মাথার নিচে ইঁট দিয়ে।
কাঁথা নেই; সে প’ড়ে থাকে রোদের দিকে পিঠ দিয়ে।
শ্বশুর বাড়ি নেমন্তন্ন, তাড়াতাড়ি তারই জন্য
ছেঁড়া গামছা পরেছে সে তিনটে-চারটে গিঁঠ দিয়ে।
ভাঙা ছাতার বাঁটখানাতে ছড়ি ক’রে চায় বানাতে,
রোদে মাথা সুস্থ করে ঠাণ্ডা জলের ছিট দিয়ে।
হাসির কথা নয় এ মোটে, খেঁকশেয়ালিই হেসে ওঠে
যখন রাতে পথ করে সে হতভাগার ভিট দিয়ে।

(খাপছাড়া কাব্যগ্রন্থ)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *