Ache Amar Hridoy Achhe Bhore আছে আমার হৃদয় আছে ভরে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

Rate this Book

আছে আমার হৃদয় আছে ভরে
– রবীন্দ্রনাথ ঠাকুর

আছে আমার হৃদয় আছে ভরে,
এখন তুমি যা খুশি তাই করো।
এমনি যদি বিরাজ’ অন্তরে
বাহির হতে সকলই মোর হরো।
সব পিপাসার যেথায় অবসান
সেথায় যদি পূর্ণ করো প্রাণ,
তাহার পরে মরুপথের মাঝে
উঠে রৌদ্র উঠুক খরতর।

এই যে খেলা খেলছ কত ছলে
এই খেলা তো আমি ভালবাসি।
এক দিকেতে ভাসাও আঁখিজলে,
আরেক দিকে জাগিয়ে তোল’ হাসি।
যখন ভাবি সব খোয়ালাম বুঝি
গভীর করে পাই তাহারে খুঁজি,
কোলের থেকে যখন ফেল’ দূরে
বুকের মাঝে আবার তুলে ধর’।

রেলপথ। ই.আই.আর.
২১ আষাঢ় ১৩১৭

কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *