ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি || জর্জ এস. ক্লাসন || অনুবাদ : তারেকুল ইসলাম || আপনার মানিব্যাগ যদি হালকা হয়, আর আপনার ভেতরে অর্থপার্জনের রহস্য খোঁজার ইচ্ছা থাকলে, আপনি একেবারে সঠিক বইটি হাতে নিবেন।
লেখকের মতে, আগেরদিন টাকা যেমন মুল্যবান ছিল, এখনও ঠিক তেমনই মুল্যবান। অনেক মানুষের টাকা পয়সা নিয়ে একটা ভূল ধারণা আছে, সেটা হচ্ছে – অনেকেই মনে করেন, ইনকাম ই মানুষকে বড়লোক বানায়, কিন্তু সত্যি বলতে কি, ইনকাম নয়, আপনার সেভিংস ই আপনাকে বড়লোক বানাতে সাহায্য করবে।
৩. হাই প্রফিট, হাই রিস্ক ইনভেস্টমেন্ট করতে যাবেন না কখনোই (জিমনেসিয়াম) বই পড়ুন, যারা ইনভেস্ট করে তাদের সাথে পরামর্শ অনুযায়ী ইনভেস্টমেন্ট করুন।
অনেকেই মনে করেন, টাকা শুধু খরচ করার জন্য, যারা একটু চালাক তারা মনে করেন – টাকার দুইটি ধর্ম আছে ১.খরচ করা ২. সঞ্চয় করা। যারা সত্যিই অনেক স্মার্ট তাদের মতে – টাকার তিনটি ধর্ম আছে ১.খরচ ২.সঞ্চয় ৩.ইনভেস্টমেন্ট। যারা টপ লেভেলের মানুষ তাদের মতে টাকার চারটি ধর্ম আছে ১.খরচ ২.সঞ্চয় ৩.ইনভেস্টমেন্ট ৪. দান করা…