
প্রেমের পদাবলী – শামসুর রাহমান ১ তোমার চোখের মতো আমি দেখিনি কখনো, তোমার ঠোঁটের মতো ঠোঁটে ওষ্ঠ করিনি স্থাপন কোনোদিন, তোমার বুকের পাখি একদা ধ্বনিত এ জীবনে। তোমার চুলের মতো চুল কোথাও কি এরকম ছায়া দেয় ক্লান্তির প্রহরে? মুছে ফেলে... Read more

শব্দ – শামসুর রাহমান সেই কবে থেকে শব্দ আমাকে স্বস্তি দেয় না, মস্তিতে রাখে বন্দী, ঘুমোতে দেয় না শান্তিতে, ক্রুদ্ধ পাখির মতো একটানা ঠোকরাতে থাকে সকাল সন্ধ্যা, ঘোরায় অবিরত বনবাদাড়ে, আলো আঁধারে, তৃষ্ণায় জিভ বেরিয়ে-আসা মাছে, যেখানে গ্রাম্য বধূর লাশ... Read more

রক্ত খেকোদের সামনে – শামসুর রাহমান চা খেতে-সংবাদপত্র পড়ি।স্থুলাক্ষরের হেডলাইন সন্ত্রাসীর মতো চোখ রাঙিয়ে দাঁত খিঁচিয়ে আমাকে তাড়া করে, আমার দিকে উঁচিয়ে ধরে স্টেনগান। বিপন্ন উদ্বাস্তুর মতো ব’সে থাকি খোলা আকাশের নিচে, ভূমিকম্পে ধসে-পড়া আমার হাত একটি অস্পষ্টস্মৃত কাহিনীর সূচনা... Read more

যায়নি কোথাও – শামসুর রাহমান হঠাৎ গুলির বর্ষা, ধোঁয়াবিষ্ট বাড়ি, আর্তনাদ ছাদ বেয়ে মেঘে ওঠে, এলোমেলো পদশব্দ, মূক রক্তধ্বানি, মেঝেতে চামচ, ভাঙা চায়ের পেয়ালা, চন্দ্রাকৃতি কমলালেবুর কোয়া দেয়ালে প্রবেশ করে ভীত। তবু কেউ অপরাহ্নে হাঁটুরে ঠেকিয়ে চিবুক নীরব বসে আছে,... Read more

মুদ্রিত করেছি ভালবাসা – শামসুর রাহমান যদি বলি কবিতার দিকে মুখ রেখে কাটিয়েছি কতকাল, মিথ্যা বলা হবে? যে কোনো ছুতোয় তার বুকে ঝুঁকে থাকি অপলক, বসি গিয়ে বৃক্ষচূড়ে কপোত-কপোত যথা-মাথায় থাকুন মাইকেল- তার প্রতি ভালবাসা মুদ্রিত করেছি সারাবেলা। কপোতাক্ষ নদীটির... Read more