
মিছে ডাক’–মন বলে, আজ না – রবীন্দ্রনাথ ঠাকুর মিছে ডাক’–মন বলে, আজ না— গেল উৎসবরাতি, ম্লান হয়ে এল বাতি, বাজিল বিসর্জন-বাজনা। সংসারে যা দেবার মিটিয়ে দিমু এবার, চুকিয়ে দিয়েছি তার খাজনা। শেষ আলো, শেষ গান, জগতের শেষ দান নিয়ে যাব—আজ... Read more

মান অপমান উপেক্ষা করি দাঁড়াও – রবীন্দ্রনাথ ঠাকুর মান অপমান উপেক্ষা করি দাঁড়াও, কণ্টকপথ অকুণ্ঠপদে মাড়াও, ছিন্ন পতাকা ধূলি হতে লও তুলি। রুদ্রের হাতে লাভ করো শেষ বর, আনন্দ হোক দুঃখের সহচর, নিঃশেষ ত্যাগে আপনারে যাও ভুলি। (মান অপমান উপেক্ষা... Read more

বুদ্ধির আকাশ যবে সত্যে সমুজ্জ্বল – রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধির আকাশ যবে সত্যে সমুজ্জ্বল, প্রেমরসে অভিষিক্ত হৃদয়ের ভূমি— জীবনতরুতে ফলে কল্যাণের ফল, মাধুরীর পুষ্পগুচ্ছে উঠে সে কুসুমি। (স্ফুলিঙ্গ) Read more

বিমল আলোকে আকাশ সাজিবে – রবীন্দ্রনাথ ঠাকুর বিমল আলোকে আকাশ সাজিবে, শিশিরে ঝলিবে ক্ষিতি, হে শেফালি, তব বীণায় বাজিবে শুভ্রপ্রাণের গীতি। (স্ফুলিঙ্গ) Read more

বাহিরে যাহারে খুঁজেছিনু দ্বারে দ্বারে – রবীন্দ্রনাথ ঠাকুর বাহিরে যাহারে খুঁজেছিনু দ্বারে দ্বারে পেয়েছি ভাবিয়া হারায়েছি বারে বারে— কত রূপে রূপে কত-না অলংকারে অন্তরে তারে জীবনে লইব মিলায়ে, বাহিরে তখন দিব তার সুধা বিলায়ে। (স্ফুলিঙ্গ) Read more