
প্রত্যাশার প্রহর – শামসুর রাহমান আমার চাতক-মন সেই কবে থেকে প্রত্যাশার প্রহর কাটায় ধ্যানে, মাঝে মাঝে তার কী খেয়াল হয়, টেলিফোন রিসিভার তুলে বলে যায় এলেবেলে কথা, যদিও ওপারে কেউ নেই শ্রবণের প্রতীক্ষায়। এই খেলা কেন যে মাতিয়ে তোলে আমাকে... Read more

প্রত্যাশা জেগে নয় – শামসুর রাহমান এখন রোদের যৌবনের তাপ নেই, এটাই তো অনিবার্য পড়ন্ত বেলায়। প্রত্যুষের আনকোরা ক্ষণে মাথা ক’রে হেঁটে চলা দীর্ঘকাল ক্লান্তিকেই করে আলিঙ্গন, জানা আছে যুগ যুগান্তের পথচারীদের। এই যে পথিক আমি হেঁটেছি বিস্তর, সে-তো গোধূলি... Read more

প্রণয়কৌতুকী তুই – শামসুর রাহমান প্রণয়কৌতুকী তুই, ওরে যদি বলি সরাসরি, ছিনালি স্বভাব তোর, সুনিশ্চিত জানি হবে না সত্যের অপলাপ। একদা দুপুরে তুই, সে তো আজ নয়, যৌবনের জ্বলজ্বলে ফাল্গুনে আমার থরথর পিপাসার্ত ওষ্ঠে দিয়েছিলি এঁকে প্রগাঢ় চুম্বন। অপরূপ আলিঙ্গনে... Read more

শহুরে বাউল হাঁটে – শামসুর রাহমান না, আমি ইঁদুর-দৌড়ে শরিক হবো না, কারো কোনো প্ররোচনা কিংবা ছলাকলা পারবে না আমাকে নামাতে সেই হুড়োহুড়ি, সেই পড়ি-মরি নির্লজ্জ খেলায়। হেঁটে যাবো একান্ত নির্জন প্রতিযোগীহীন পথে। ভোলা মন যা চাইবে যখন, করবো সেই... Read more

শহীদ মিনারকে ওরা গ্রেপ্তার করেছে – শামসুর রাহমান দাগী অপরাধী ঠাউরে নিয়ে শহীদ মিনারকে ওরা গ্রেপ্তার করেছে, গোঁয়ার শেকলে বেঁধেছে কোমর বজ্র-আঁটুনিতে, আক্রোশে পরিয়েছে হাতকড়া। যেখানে এখন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বাউলগুরু লালনের গান নয়, নয় প্রতিবাদী কবিকণ্ঠে উচ্চারিত পঙ্ক্তিমালা, তেজী... Read more