
মানসী – রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী– পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারি আপন অন্তর হতে। বসি কবিগণ সোনার উপমাসূত্রে বুনিছে বসন। সঁপিয়া তোমার ‘পরে নূতন মহিমা অমর করিছে শিল্পী তোমার প্রতিমা। কত বর্ণ কত গন্ধ ভূষণ কত-না,... Read more

বঙ্গমাতা – রবীন্দ্রনাথ ঠাকুর পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহক্রোড়ে চিরশিশু করে আর রাখিয়ো না ধরে। দেশদেশান্তর-মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোটো ছোটো নিষেধের... Read more