Hridoydhormu হৃদয়ধর্ম– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

হৃদয়ধর্ম – রবীন্দ্রনাথ ঠাকুর হৃদয় পাষাণভেদী নির্ঝরের প্রায়, জড়জন্তু সবাপানে নামিবারে চায়। মাঝে মাঝে ভেদচিহ্ন আছে যত যার সে চাহে করিতে মগ্ন লুপ্ত একাকার। মধ্যদিনে দগ্ধদেহে ঝাঁপ দিয়ে নীরে মা ব’লে সে ডেকে ওঠে স্নিগ্ধ তটিনীরে। যে চাঁদ ঘরের মাঝে... Read more

Smriti Chowtali Kabbogantho স্মৃতি (চৈতালি কাব্যগ্রন্থ)– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

স্মৃতি (চৈতালি কাব্যগ্রন্থ) – রবীন্দ্রনাথ ঠাকুর সে ছিল আরেক দিন এই তরী-’পরে, কন্ঠ তার পূর্ণ ছিল সুধাগীতিস্বরে। ছিল তার আঁখি দুটি ঘনপক্ষ্মচ্ছায়, সজল মেঘের মতো ভরা করুণায়। কোমল হৃদয়খানি উদ্‌বেলিত সুখে, উচ্ছ্বসি উঠিত হাসি সরল কৌতুকে। পাশে বসি ব’লে যেত... Read more

Shartho স্বার্থ– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

স্বার্থ – রবীন্দ্রনাথ ঠাকুর কে রে তুই, ওরে স্বার্থ, তুই কতটুকু, তোর স্পর্শে ঢেকে যায় ব্রহ্মান্ডের মুখ, লুকায় অনন্ত সত্য—স্নেহ সখ্য প্রীতি মুহূর্তে ধারণ করে নির্লজ্জ বিকৃতি, থেমে যায় সৌন্দর্যের গীতি চিরন্তন তোর তুচ্ছ পরিহাসে। ওগো বন্ধুগণ, সব স্বার্থ পূর্ণ... Read more

Shwapno স্বপ্ন– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

স্বপ্ন – রবীন্দ্রনাথ ঠাকুর কাল রাতে দেখিনু স্বপন — দেবতা – আশিস – সম শিয়রে সে বসি মম মুখে রাখি করুণনয়ন কোমল অঙ্গুলি শিরে বুলাইছে ধীরে ধীরে সুধামাখা প্রিয় – পরশন — কাল রাতে হেরিনু স্বপন । হেরি সেই মুখপানে... Read more

Samanya Lok সামান্য লোক– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

সামান্য লোক – রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যাবেলা লাঠি কাঁখে বোঝা বহি শিরে নদীতীরে পল্লীবাসী ঘরে যায় ফিরে। শত শতাব্দীর পরে যদি কোনোমতে মন্ত্রবলে অতীতের মৃত্যুরাজ্য হতে এই চাষী দেখা দেয় হয়ে মূর্তিমান, এই লাঠি কাঁখে লয়ে, বিস্মিত নয়ান, চারি দিকে ঘিরি... Read more