রাজবিচার
– রবীন্দ্রনাথ ঠাকুর
বিপ্র কহে, রমণী মোর আছিল যেই ঘরে
নিশীথে সেথা পশিল চোর ধর্মনাশ-তরে।
বেঁধেছি তারে, এখন কহো চোরে কী দেব সাজা।’
‘মৃত্যু’ শুধু কহিলা তারে রতনরাও রাজা।
ছুটিয়া আসি কহিল দূত, ‘চোর সে যুবরাজ–
বিপ্র তাঁরে ধরেছে রাতে, কাটিল প্রাতে আজ।
ব্রাহ্মণেরে এনেছি ধরে, কী তারে দিব সাজা?’
‘মুক্তি দাও’ কহিলা শুধু রতনরাও রাজা।
৪ কার্তিক, ১৩০৬