Proshno Sanchayita প্রশ্ন – সঞ্চয়িতা– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

Rate this Book

প্রশ্ন – সঞ্চয়িতা
– রবীন্দ্রনাথ ঠাকুর

কো তুঁহুঁ বোলবি মোয় ।
হৃদয়মাহ মঝু জাগসি অনুখন,
আঁখউপর তুঁহুঁ রচলহি আসন।।
অরুণ নয়ন তব মরমসঙে মম
নিমিখ ন অন্তর হোয়।।

হৃদয়কমল তব চরণে টলমল,
নয়নযুগল মম উছলে ছলছল–
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয়।।

বাঁশরিধ্বনি তুহ অমিয়গরল রে,
হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে,
আকুল কাকলি ভুবন ভরল রে–
উতল প্রাণ উতরোয়।।

হেরি হাসি তব মধুঋতু ধাওল,
শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,
বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল–
চরণকমলযুগ ছোঁয়।।

গোপবধূজন বিকশিতযৌবন,
পুলকিত যমুনা, মুকুলিত উপবন–
নীলনীর’পরে ধীর সমীরণ
পলকে প্রাণমন খোয়।।

তৃষিত আঁখি তব মুখ’পর বিহরই,
মধুর পরশ তব রাধা শিহরই–
প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লই
পদতলে আপনা থোয়।।

কো তুঁহুঁ কো তুঁহুঁ সব জন পুছয়ি
অনুদিন সঘন নয়নজল মুছয়ি–
যাচে ভানু, সব সংশয় ঘুচয়ি
জনম চরণ’পর গোয়।।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *