কথা চাই, কথা চাই, হাঁকে
– রবীন্দ্রনাথ ঠাকুর
কথা চাই, কথা চাই, হাঁকে
কথার বাজারে;
কথাওয়ালা অাসে ঝাঁকে ঝাঁকে
হাজারে হাজারে।
প্রাণে তোর বাণী যদি থাকে
মৌনে ঢাকিয়া রাখ্ তাকে
মুখর এ হাটের মাঝারে।
(স্ফুলিঙ্গ)
কথা চাই, কথা চাই, হাঁকে
কথার বাজারে;
কথাওয়ালা অাসে ঝাঁকে ঝাঁকে
হাজারে হাজারে।
প্রাণে তোর বাণী যদি থাকে
মৌনে ঢাকিয়া রাখ্ তাকে
মুখর এ হাটের মাঝারে।
(স্ফুলিঙ্গ)