Daiyedarer Ginnite দাঁয়েদের গিন্নিটি– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

Rate this Book

দাঁয়েদের গিন্নিটি
– রবীন্দ্রনাথ ঠাকুর

দাঁয়েদের গিন্নিটি
কিপ্‌টে সে অতিশয়,
পান থেকে চুন গেলে
কিছুতে না ক্ষতি সয়।
কাঁচকলা-খোষা দিয়ে
পচা মহুয়ার ঘিয়ে
ছেঁচকি বানিয়ে আনে–
সে কেবল পতি সয়;
একটু করলে “উহুঁ’
যদি এক রতি সয়!

(খাপছাড়া কাব্যগ্রন্থ)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *