স্থির জেনেছিলাম পেয়েছি তোমাকে – রবীন্দ্রনাথ ঠাকুর স্থির জেনেছিলেম, পেয়েছি তোমাকে, মনেও হয়নি তোমার দানের মূল্য যাচাই করার কথা। তুমিও মূল্য করনি দাবি। দিনের পর দিন গেল, রাতের পর রাত, দিলে ডালি উজাড় ক’রে। আড়চোখে চেয়ে আনমনে নিলেম তা ভাণ্ডারে;... Read more
সেদিন কি তুমি এসেছিলে ওগো – রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি, মোর সভাতে। হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি, সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে–... Read more
সে তো সে দিনের কথা, বাক্যহীন যবে – রবীন্দ্রনাথ ঠাকুর সে তো সে দিনের কথা, বাক্যহীন যবে এসেছিনু প্রবাসীর মতো এই ভবে বিনা কোনো পরিচয়, রিক্ত শূন্য হাতে, একমাত্র ক্রন্দন সম্বল লয়ে সাথে। আজ সেথা কী করিয়া মানুষের প্রীতি কণ্ঠ... Read more
হার-মানা হার পরাব তোমার গলে – রবীন্দ্রনাথ ঠাকুর হার-মানা হার পরাব তোমার গলে- দূরে রব কত আপন বলের ছলে। জানি আমি জানি ভেসে যাবে আভিমান- নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ, শূন্য হিঁয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়নজলে। শতদলদল... Read more
হায় গগন নহিলে তোমারে ধরিবে কে বা – রবীন্দ্রনাথ ঠাকুর “হায় গগন নহিলে তোমারে ধরিবে কে বা ওগো তপন তোমার স্বপন দেখি যে,করিতে পারি নে সেবা।’ শিশির কহিল কাঁদিয়া, “তোমারে রাখি যে বাঁধিয়া হে রবি,এমন নাহিকো আমার বল। তোমা বিনা... Read more
