যে-তুমি আমার স্বপ্ন – শামসুর রাহমান পুনরায় জাগরণ, পুল্মঢাকা আমার গুহার আঁধারে প্রবিষ্ট হলো রশ্মিঝর্না, জাগালো কম্পন এমন নিঃসাড় ম্রিয়মান সত্তাতটে। যে-চুম্বন মৃতের পান্ডুর ওষ্ঠে আনে উষ্ণ শিহরণ, তার স্পর্শ যেন পেলাম সহসা এতকাল পরে, আর তৃণহীন বীতবীজ মৃত্তিকায় মদির... Read more
যে-কথা বলেনি কেউ – শামসুর রাহমান এখন বচসা থাক, ঢের কথা কাটাকাটি হলো- নিরীহ চায়ের কাপে শান্ত হোক সব ক্ষ্যাপা ঝড়। এই যে ড্রইংরুমে সোফার গহ্বরে বসে খর তর্কে মেতে ওঠে উৎসবের মতো খুব ঝলোমলো দ্বিপ্রহরে ইতিহাস, সমাজ শিবির সংঘ... Read more
যে এলো তোমার কাছে – শামসুর রাহমান যে এলো তোমার কাছে অবশেষে উড়িয়ে আঁচল বিরূপ হাওয়ায় তার সৌন্দর্য তুলনাহীন; তাকে দেখে তুমি দূরবর্তী সন্ধ্যায় হঠাৎ অচেনাকে বড় বেশী চেনা বলে অন্তরালে কেমন চঞ্চল হ’য়ে উঠেছিলে, তার সুগভীর চোখের কাজল, মনে... Read more
যাত্রা – শামসুর রাহমান কোথায় লুকালে তুমি? বলো কোন্ সুদূর পাতালে দিনান্তে পালঙ্কে শুয়ে কাটাও প্রহর প্রিয়তমা? এখানে নেমেছে দশদিকে মৃত্যুর মতন অমা, সেখানে কি কেলিপরায়ণ তুমি স্মিত জ্যোৎস্নাজালে সোনালি মাছের মতো? নাকি তোমার নৌকোর পালে লেগেছে উদ্দাম হাওয়া অজানা... Read more
যাওয়া যায় – শামসুর রাহমান যখন দাঁড়াও তুমি রাত্তিরে কৃপণ বারান্দায় নিরিবিলি, খোলা আকাশের তারাগুলি বিস্ফারিত চোখে দ্যাখে তোমাকে এবং ভাবে-কে এই মানবী এমন স্বর্গীয় রূপ নিয়ে আছে ধূসর জমিনে? ‘অতিশয়োক্তির অবকাশ নেই’, মেঘ তারাদের কানে-কানে বলে। আমি মেঘ থেকে... Read more