এই তো তোমার প্রেম – রবীন্দ্রনাথ ঠাকুর এই তো তোমার প্রেম, ওগো হৃদয়হরণ। এই-যে পাতায় আলো নাচে সোনার বরন। এই-যে মধুর আলসভরে মেঘ ভেসে যায় আকাশ-‘পরে, এই-যে বাতাস দেহে করে অমৃত ক্ষরণ। এই তো তোমার প্রেম,ওগো হৃদয়হরণ। প্রভাত-আলোর ধারায় আমার... Read more
আরশি – রবীন্দ্রনাথ ঠাকুর তোমার যে ছায়া তুমি দিলে আরশিরে হাসিমুখ মেজে, সেইক্ষণে অবিকল সেই ছায়াটিরে ফিরে দিল সে যে। রাখিল না কিছু আর, স্ফটিক সে নির্বিকার আকাশের মতো– সেথা আসে শশী রবি, যায় চলে, তার ছবি কোথা হয় গত।... Read more
আঁখি পানে যবে আঁখি তুলি – রবীন্দ্রনাথ ঠাকুর আঁখি পানে যবে আঁখি তুলি দুখ জ্বালা সব যাই ভুলি। অধরে অধরে পরশিয়া প্রাণমন উঠে হরষিয়া। মাথা রাখি যবে ওই বুকে ডুবে যাই আমি মহা সুখে। যবে বল তুমি, “ভালবাসি’, শুনে শুধু... Read more
অবিচার – রবীন্দ্রনাথ ঠাকুর নারীর দুখের দশা অপমানে জড়ানো এই দেখি দিকে দিকে ঘরে ঘরে ছড়ানো। জানো কি এ অন্যায় সমাজের হিসাবে নিমেষে নিমেষে কত হলাহল মিশাবে? পুরুষ জেনেছে এটা বিধিনির্দিষ্ট তাদের জীবন-ভোজে নারী উচ্ছিষ্ট। রোগ-তাপে সেবা পায়, লয় তাহা... Read more
চাই গো আমি তোমারে চাই – রবীন্দ্রনাথ ঠাকুর চাই গো আমি তোমারে চাই তোমায় আমি চাই– এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। আর যা-কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে মিথ্যা সে-সব মিথ্যা ওগো তোমায় আমি চাই। রাত্রি যেমন লুকিয়ে... Read more