ভীরুতা – রবীন্দ্রনাথ ঠাকুর গভীর সুরে গভীর কথা শুনিয়ে দিতে তোরে সাহস নাহি পাই। মনে মনে হাসবি কিনা বুঝব কেমন করে? আপনি হেসে তাই শুনিয়ে দিয়ে যাই– ঠাট্টা করে ওড়াই সখী, নিজের কথাটাই। হাল্কা তুমি কর পাছে হাল্কা করি ভাই,... Read more
বোঝাপড়া – রবীন্দ্রনাথ ঠাকুর মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের কতকটা... Read more
বৈরাগ্য – রবীন্দ্রনাথ ঠাকুর কহিল গভীর রাত্রে সংসারে বিরাগী— “গৃহ তেয়াগিব আজি ইষ্টদেব লাগি। কে আমারে ভুলাইয়া রেখেছে এখানে?” দেবতা কহিলা, “আমি।”—শুনিল না কানে। সুপ্তিমগ্ন শিশুটিরে আঁকড়িয়া বুকে প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে। কহিল, “কে তোরা ওরে মায়ার ছলনা?” দেবতা... Read more
বিরাট মানবচিত্তে – রবীন্দ্রনাথ ঠাকুর বিরাট মানবচিত্তে অকথিত বাণীপুঞ্জ অব্যক্ত আবেগে ফিরে কাল হতে কালে মহাশূন্যে নীহারিকাসম। সে আমার মনঃসীমানার সহসা আঘাতে ছিন্ন হয়ে আকারে হয়েছে ঘনীভূত, আবর্তন করিতেছে আমার রচনাকক্ষপথে। (আরোগ্য কাব্যগ্রন্থ) Read more
বিবসনা – রবীন্দ্রনাথ ঠাকুর ফেলো গো বসন ফেলো — ঘুচাও অঞ্চল । পরো শুধু সৌন্দর্যের নগ্ন আবরণ সুরবালিকার বেশ কিরণবসন । পরিপূর্ণ তনুখানি বিকচ কমল , জীবনের যৌবনের লাবণ্যের মেলা । বিচিত্র বিশ্বের মাঝে দাঁড়াও একেলা । সর্বাঙ্গে পড়ুক তব... Read more