সিংহাসনতলচ্ছায়ে দূরে দূরান্তরে – রবীন্দ্রনাথ ঠাকুর সিংহাসনতলচ্ছায়ে দূরে দূরান্তরে য়ে রাজ্য জানায় স্পর্ধাভরে রাজায় প্রজায় ভেদ মাপা, পায়ের তলায় রাখে সর্বনাশ চাপা। হতভাগ্য যে রাজ্যের সুবিস্তীর্ণ দৈন্যজীর্ণ প্রাণ রাজমুকুটের নিত্য করিছে কুৎসিত অপমান। অসহ্য তাহার দুঃখ তাপ রাজারে না যদি... Read more
স্মৃতি-পাথেয় – রবীন্দ্রনাথ ঠাকুর একদিন কোন্ তুচ্ছ আলাপের ছিন্ন অবকাশে সে কোন্ অভাবনীয় স্মিতহাসে অন্যমনা আত্মভোলা যৌবনেরে দিয়ে ঘন দোলা মুখে তব অকস্মাৎ প্রকাশিল কী অমৃত-রেখা কভু যার পাই নাই দেখা, দুর্লভ সে প্রিয় অনির্বচনীয়। হে মহা অপরিচিত এক পলকের... Read more
সন্ধ্যা – রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষান্ত হও, ধীরে কও কথা। ওরে মন, নত করো শির। দিবা হল সমাপন, সন্ধ্যা আসে শান্তিময়ী। তিমিরের তীরে অসংখ্য-প্রদীপ-জ্বালা এ বিশ্বমন্দিরে এল আরতির বেলা। ওই শুন বাজে নিঃশব্দ গম্ভীর মন্দ্রে অনন্তের মাঝে শঙ্খঘণ্টাধ্বনি। ধীরে নামাইয়া আনো... Read more
সঙ্গী – রবীন্দ্রনাথ ঠাকুর আরেক দিনের কথা পড়ি গেল মনে। একদা মাঠের ধারে শ্যাম তৃণাসনে একটি বেদের মেয়ে অপরাহ্নবেলা কবরী বাঁধিতেছিল বসিয়া একেলা। পালিত কুকুরশিশু আসিয়া পিছনে কেশের চাঞ্চল্য হেরি খেলা ভাবি মনে লাফায়ে লাফায়ে উচ্চে করিয়া চিৎকার দংশিতে লাগিল... Read more
শ্রেষ্ঠ ভিক্ষা – রবীন্দ্রনাথ ঠাকুর অবদানশতক অনাথপিণ্ডদ বুদ্ধের একজন প্রধান শিষ্য ছিলেন “প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষা মাগি, ওগো পুরবাসী, কে রয়েছে জাগি, অনাথপিণ্ডদ কহিলা অম্বুদ- নিনাদে। সদ্য মেলিতেছে তরুণ তপন আলস্যে অরুণ সহাস্য লোচন শ্রাবস্তীপুরীর গগনলগন প্রাসাদে। বৈতালিকদল সুপ্তিতে... Read more