গানভঙ্গ – রবীন্দ্রনাথ ঠাকুর গাহিছে কাশীনাথ নবীন যুবা, ধ্বনিতে সভাগৃহ ঢাকি, কণ্ঠে খেলিতেছে সাতটি সুর সাতটি যেন পোষা পাখি; শানিত তরবারি গলাটি যেন নাচিয়া ফিরে দশ দিকে— কখন কোথা যায় না পাই দিশা, বিজুলি-হেন ঝিকিমিকে। আপনি গড়ি তোলে বিপদজাল, আপনি... Read more
গান গাওয়ালে আমায় – রবীন্দ্রনাথ ঠাকুর গান গাওয়ালে আমায় তুমি কতই ছলে যে, কত সুখের খেলায়, কত নয়নজলে হে। ধরা দিয়ে দাও না ধরা, এস কাছে, পালাও ত্বরা, পরান কর ব্যথায় ভরা পলে পলে হে। গান গাওয়ালে এমনি করে কতই... Read more
গান – রবীন্দ্রনাথ ঠাকুর যে ছিল আমার স্বপনচারিণী এতদিন তারে বুঝিতে পারি নি, দিন চলে গেছে কুঁজিতে। শুভখনে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে, তোমারে পেরেছি বুঝিতে। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাচে, কাহার প্রেমের বেদনার মাঝে আমার মূল্য... Read more
গহির নীদমে – রবীন্দ্রনাথ ঠাকুর গহির নীদমে বিবশ শ্যাম মম, অধরে বিকশত হাস, মধুর বদনমে মধুর ভাব অতি কিয়ে পায় পরকাশ ! চুম্বনু শত শত চন্দ্ৰ বদন রে, তবহুঁ ন পূরল আশ, অতি ধীরে ময় হৃদয়ে রাখনু নহি নহি মিটল... Read more
গহন কুসুমকুঞ্জ-মাঝে – রবীন্দ্রনাথ ঠাকুর গহন কুসুমকুঞ্জমাঝে মৃদুল মধুর বংশি বাজে , বিসরি ত্রাস – লোকলাজে সজনি , আও আও লো । অঙ্গে চারু নীল বাস , হৃদয়ে প্রণয়কুসুমরাশ , হরিণনেত্রে বিমল হাস , কুঞ্জবনমে আও লো । ঢালে কুসুম... Read more
