
শ্যামা – রবীন্দ্রনাথ ঠাকুর উজ্জ্বল শ্যামল বর্ণ , গলায় পলার হারখানি । চেয়েছি অবাক মানি তার পানে । বড়ো বড়ো কাজল নয়ানে অসংকোচে ছিল চেয়ে নবকৈশোরের মেয়ে , ছিল তারি কাছাকাছি বয়স আমার । স্পষ্ট মনে পড়ে ছবি । ঘরের... Read more

শেষের কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্য উধাও। জাগিছে অন্তরীক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আঁধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে... Read more

শেষদৃষ্টি – রবীন্দ্রনাথ ঠাকুর আজি এ আঁখির শেষদৃষ্টির দিনে ফাগুনবেলার ফুলের খেলার দানগুলি লব চিনে। দেখা দিয়েছিল মুখর প্রহরে দিনের দুয়ার খুলি, তাদের আভায় আজি মিলে যায় রাঙা গোধূলির শেষতুলিকায় ক্ষণিকের রূপ-রচনলীলায় সন্ধ্যার রঙগুলি। যে অতিথিদেহে ভোরবেলাকার রূপ নিল ভৈরবী,... Read more

শেষ লেখা – রবীন্দ্রনাথ ঠাকুর তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনাজালে , হে ছলনাময়ী । মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে । এই প্রবঞ্চনা দিয়ে মহত্ত্বেরে করেছ চিহ্নিত ; তার তরে রাখ নি গোপন রাত্রি ।... Read more

স্পর্ধা – রবীন্দ্রনাথ ঠাকুর হাউই কহিল, মোর কী সাহস, ভাই, তারকার মুখে আমি দিয়ে আসি ছাই! কবি কহে, তার গায়ে লাগে নাকো কিছু, সে ছাই ফিরিয়া আসে তোরি পিছু পিছু। (কণিকা কাব্যগ্রন্থ) Read more