
আমার ফুলবাগানের ফুলগুলিকে – রবীন্দ্রনাথ ঠাকুর আমার ফুলবাগানের ফুলগুলিকে বাঁধব না আজ তোড়ায়, রঙ-বেরঙের সুতোগুলো থাক্, থাক্ পড়ে ঐ জরির ঝালর। শুনে ঘরের লোকে বলে, “যদি না বাঁধ জড়িয়ে জড়িয়ে ওদের ধরব কী করে, ফুলদানিতে সাজাব কোন্ উপায়ে?” আমি বলি,... Read more

আজিকে গহন কালিমা লেগেছে গগনে – রবীন্দ্রনাথ ঠাকুর আজিকে গহন কালিমা লেগেছে গগনে, ওগো, দিক্-দিগন্ত ঢাকি। আজিকে আমরা কাঁদিয়া শুধাই সঘনে, ওগো, আমরা খাঁচার পাখি– হৃদয়বন্ধু, শুন গো বন্ধু মোর, আজি কি আসিল প্রলয়রাত্রি ঘোর। চিরদিবসের আলোক গেল কি মুছিয়া।... Read more

আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে – রবীন্দ্রনাথ ঠাকুর আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়ায়ে এলে। প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি, নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে। কূজনহীন কাননভূমি, দুয়ার দেওয়া... Read more

হার-মানা হার পরাব তোমার গলে – রবীন্দ্রনাথ ঠাকুর হার-মানা হার পরাব তোমার গলে- দূরে রব কত আপন বলের ছলে। জানি আমি জানি ভেসে যাবে আভিমান- নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ, শূন্য হিঁয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়নজলে। শতদলদল... Read more

হেথায় তিনি কোল পেতেছেন – রবীন্দ্রনাথ ঠাকুর হেথায় তিনি কোল পেতেছেন আমাদের এই ঘরে। আসনটি তাঁর সাজিয়ে দে ভাই, মনের মতো করে। গান গেয়ে আনন্দমনে ঝাঁটিয়ে দে সব ধুলা। যত্ন করে দূর করে দে আবর্জনাগুলা। জল ছিটিয়ে ফুলগুলি রাখ সাজিখানি... Read more