যে আমার সহচর – শামসুর রাহমান যে আমার সহচর আমি এক কংকালকে সঙ্গে নিয়ে হাঁটি, প্রাণ খুলে কথা বলি পরস্পর। বুরুশ চালাই তার চূলে, বুলোই সযত্নে মুখে পাউডার, দর্জির দোকানে নিয়ে তাকে ট্রাউজার, শার্ট, কোট ইত্যাদি বানিয়ে ভদ্রতাকে সঙ্গীর ধাতস্থ... Read more
যে অদৃশ্য চাঁদ – শামসুর রাহমান বেলা তো অনেক হলো। এরই মধ্যে গুছিয়ে ফেলার কথা ছিল সব কিছু। অথচ কেমন অগোছালো পড়ে আছে সংসার এবং কবিতার ঘর, যেন কোনো দুষ্ট বালকের দস্যিপনায় পাখির বাসা খুব তছনছ হয়ে আছে বিষণ্ন ধুলোয়... Read more
যুবক ও যুবতীর নিজস্ব ঋতু – শামসুর রাহমান ভোরবেলা বাতাসের চুমোয় ঘুমের মাতলামি কী মধুর ন’ড়ে ওঠে। জানালার বাইরে নজরে পড়তেই নেচে ওঠে পুষ্পিত গাছের ডালে দু’টি প্রেমমুগ্ধ পাখির চুম্বন আমাকে পূর্বের কে প্রভাতের প্রণয়-বিলাস বড় বেশি আলোড়িত করে। যেন... Read more
যুদ্ধ সংবাদ – শামসুর রাহমান কখনো মৃত্যুই শ্রেয় মনে হয়; এই বেঁচে থাকা বুকে পেসমেকার বসানো প্রৌঢ়বৎ নিরর্থক। নিজেকে প্রত্যহ দেখি তীক্ষ্ণতায় আপাদমস্তক ঝানু রেফারির মতো; ঘেন্না ধরে, সবকিছু ফাঁকা, ফাঁপা, ঢোলা, যেন বালিশের ওয়ার বেঢপ; বাঁকা চোখে দ্যাখে অনেকেই।... Read more
যার যার কাজ – শামসুর রাহমান তোমরা যে কাজ করো দশজনে মিলে তাতে জিত হলে ভালো, হার হলেও কারোর লাজ নেই, এ কথাটা সুনিশ্চিত জানি, তাই তোমাদের সব চমৎকার ধুন্ধুমার বাজে নাক গলাতে আসি না। পথেঘাটে যাত্রীভরা বাসের ভেতর যদি... Read more
