Mrittur Pore মৃত্যুর পরে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

মৃত্যুর পরে – রবীন্দ্রনাথ ঠাকুর আজিকে হয়েছে শান্তি , জীবনের ভুলভ্রান্তি সব গেছে চুকে । রাত্রিদিন ধুক্‌ধুক্‌ তরঙ্গিত দুঃখসুখ থামিয়াছে বুকে । যত কিছু ভালোমন্দ যত কিছু দ্বিধাদ্বন্দ্ব কিছু আর নাই । বলো শান্তি , বলো শান্তি , দেহ-সাথে সব... Read more

Chirojonomer Bedona চিরজনমের বেদনা – রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

চিরজনমের বেদনা – রবীন্দ্রনাথ ঠাকুর চিরজনমের বেদনা, ওহে চিরজীবনের সাধনা। তোমার আগুন উঠুক হে জ্বলে, কৃপা করিয়ো না দুর্বল ব’লে, যত তাপ পাই সহিবারে চাই, পুড়ে হোক ছাই বাসনা। অমোঘ যে ডাক সেই ডাক দাও আর দেরি কেন মিছে। যা... Read more

Suprabhat সুপ্রভাত– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

সুপ্রভাত – রবীন্দ্রনাথ ঠাকুর রুদ্র , তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া ; বক্ষে বেজেছে বিদ্যুৎবাণ স্বপ্নের জাল ছেদিয়া । ভাবিতেছিলাম উঠি কি না উঠি , অন্ধ তামস গেছে কিনা ছুটি , রুদ্ধ নয়ন মেলি কি না মেলি তন্দ্রা-জড়িমা মাজিয়া... Read more

Prithibi পৃথিবী– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

পৃথিবী – রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমার প্রণতি গ্রহন করো, পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে।। মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলায়িত কর তুমি দু:সহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ কর সুধা, বাম... Read more

Onukabbo অণুকাব্য– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

অণুকাব্য – রবীন্দ্রনাথ ঠাকুর (১) স্বপ্ন আমার জোনাকি , দীপ্ত প্রাণের মণিকা , স্তব্ধ আঁধার নিশীথে উড়িছে আলোর কণিকা ॥ (২) আমার লিখন ফুটে পথধারে ক্ষণিক কালের ফুলে , চলিতে চলিতে দেখে যারা তারে চলিতে চলিতে ভুলে ॥ (৩) প্রজাপতি... Read more