
যাবার দিনে এই কথাটি – রবীন্দ্রনাথ ঠাকুর যাবার দিনে এই কথাটি বলে যেন যাই— যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতিঃসমুদ্র-মাঝে যে শতদল পদ্ম রাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই— যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন... Read more

মায়াবাদ – রবীন্দ্রনাথ ঠাকুর হা রে নিরানন্দ দেশ, পরি জীর্ণ জরা, বহি বিজ্ঞতার বোঝা, ভাবিতেছ মনে ঈশ্বরের প্রবঞ্চনা পড়িয়াছে ধরা সুচতুর সূক্ষ্মদৃষ্টি তোমার নয়নে! লয়ে কুশাঙ্কুর বুদ্ধি শাণিত প্রখরা কর্মহীন রাত্রিদিন বসি গৃহকোণে মিথ্যা ব’লে জানিয়াছ বিশ্ববসুন্ধরা গ্রহতারাময় সৃষ্টি অনন্ত... Read more

একটা খোঁড়া ঘোড়ার ‘পরে – রবীন্দ্রনাথ ঠাকুর একটা খোঁড়া ঘোড়ার ‘পরে চড়েছিল চাটুর্জে,পড়ে গিয়ে কী দশা তার হয়েছিল হাঁটুর যে! বলে কেঁদে, “ব্রাহ্মণেরে বইতে ঘোড়া পারল না যে সইত তাও, মরি আমি তার থেকে এই অধিক লাজে– লোকের মুখের ঠাট্টা... Read more

মৃত্যুর পরে – রবীন্দ্রনাথ ঠাকুর আজিকে হয়েছে শান্তি , জীবনের ভুলভ্রান্তি সব গেছে চুকে । রাত্রিদিন ধুক্ধুক্ তরঙ্গিত দুঃখসুখ থামিয়াছে বুকে । যত কিছু ভালোমন্দ যত কিছু দ্বিধাদ্বন্দ্ব কিছু আর নাই । বলো শান্তি , বলো শান্তি , দেহ-সাথে সব... Read more

পৃথিবী – রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমার প্রণতি গ্রহন করো, পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে।। মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলায়িত কর তুমি দু:সহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ কর সুধা, বাম... Read more