
প্রতীক্ষায় – শামসুর রাহমান তোমার ফেরার দিন আসন্ন বলেই প্রিয়তমা আমার আকাঙ্ক্ষাগুলি পলাশ-মঞ্জরি হয়ে রোদ জ্যোৎস্না মেখে নেয়। ভাবি, এ মুহূর্তে নির্জনতাবোধ, যা বিরহ, তোমাকে দখল করে দূর রমরমা হোটেলের লাউঞ্জে অথবা কামরায়। ঘন অমা তোমাকে ধরে কি ঘিরে? না... Read more

প্রতিযোগী – শামসুর রাহমান আমার যুগল পা রক্তে ভাসে। যেখানে নিজস্ব পদচ্ছাপ আঁকার সাধ ছিলো আশৈশব, সেখানে পৌছুনো সহজ নয়। ছিলো না সম্বল তেমন কিছু খানিক ছিলো শুধু অহংকার। গড়তে চাইনি তো অকূল নদী, দিগ্বলয় কিংবা পাহাড়ও নয়। গড়ার সাধ... Read more

শুধু দেখি – শামসুর রাহমান আমার কবিত্ব বুঝি গৃহত্যাগী সিদ্ধার্থের মতো বড় অনশন-ক্লিষ্ট আজ, নইলে কেন হে নবীনা তোমার রূপের শিখা অনায়াসে জ্বালতে পারি না ছত্রে ছত্রে? এই চোখ, এই ওষ্ঠ আর সমুন্নত নাকের উপমা খুঁজে খুঁজে ক্লান্ত হচ্ছি অবিরত।... Read more

শহরে নেমেছে সন্ধ্যা – শামসুর রাহমান শহরে নেমেছে সন্ধ্যা, যেন নীরব ধর্মযাজিকা প্রার্থনায় নতজানু। ফুটপাতে বেকার যুবক, বিশীর্ণ কেরানী ঘোরে, লাস্যময়ী দৃষ্টির কুহক হেনে হেঁটে যায়, কেউ কেউ দোকানকে মরীচিকা ভেবে চিত্রবৎ স্থাণু কারো কারো চোখে স্বপ্নশিখা। ক্লান্ত পাখিঅলা পঙ্গু... Read more

শব্দের সংস্রবে কতকাল – শামসুর রাহমান শব্দের সংস্রবে কতকাল কেটে গেছে, মেলামেশা ভালোবাসাবাসি হয়েছে শব্দের সঙ্গে বারে বারে। দূর থেকে ওরা কেউ কেউ বহুক্ষণ আড়চোখে তাকিয়ে থেকেছে, কতদিন কানামাছি খেলার প্রস্তাব রেখে দিয়েছে সম্পট অকস্মাৎ আমাকে কিছু না বলে। ধুলো... Read more