
আমরা চাষ করি আনন্দে – রবীন্দ্রনাথ ঠাকুর আমরা চাষ করি আনন্দে। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে॥ রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে॥ সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয়... Read more

দিদি – রবীন্দ্রনাথ ঠাকুর নদীতীরে মাটি কাটে সাজাইতে পাঁজা পশ্চিমি মজুর। তাহাদেরি ছোটো মেয়ে ঘাটে করে আনাগোনা; কত ঘষামাজা ঘটি বাটি থালা লয়ে, আসে ধেয়ে ধেয়ে দিবসে শতেক বার; পিত্তলকঙ্কণ পিতলের থালি-’পরে বাজে ঠন্ ঠন্; বড়ো ব্যস্ত সারাদিন, তারি ছোটো... Read more

আরোগ্য–১০ – রবীন্দ্রনাথ ঠাকুর অলস সময়-ধারা বেয়ে মন চলে শূন্য-পানে চেয়ে। সে মহাশূন্যের পথে ছায়া-আঁকা ছবি পড়ে চোখে। কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে। এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, এসেছে মোগল; বিজয়রথের চাকা উড়ায়েছে ধূলিজাল,উড়িয়াছে... Read more

সার্থক জনম আমার – রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মা গো, তোমায় ভালবেসে। জানিনে তোর ধন-রতন, আছে কিনা রানির মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন্ বনেতে জানিনে ফুল, গন্ধে এমন করে... Read more

অপমানিত – রবীন্দ্রনাথ ঠাকুর হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান! মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান ।। মানুষের পরশেরে প্রতিদিন... Read more