Akul Ahban আকুল আহ্বান– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

আকুল আহ্বান – রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধে হল, গৃহ অন্ধকার— মা গো, হেথায় প্রদীপ জ্বলে না। একে একে সবাই ঘরে এল, আমায় যে মা, ‘মা’ কেউ বলে না। সময় হল, বেঁধে দেব চুল, পরিয়ে দেব রাঙা কাপড়খানি। সাঁঝের তারা সাঁঝের গগনে—... Read more

Akahser chad আকাশের চাঁদ– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

আকাশের চাঁদ – রবীন্দ্রনাথ ঠাকুর হাতে তুলে দাও আকাশের চাঁদ — এই হল তার বুলি। দিবস রজনী যেতেছে বহিয়া, কাঁদে সে দু হাত তুলি। হাসিছে আকাশ, বহিছে বাতাস, পাখিরা গাহিছে সুখে। সকালে রাখাল চলিয়াছে মাঠে, বিকালে ঘরের মুখে। বালক বালিকা... Read more

Akasprodip আকাশপ্রদীপ– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

আকাশপ্রদীপ – রবীন্দ্রনাথ ঠাকুর গোধূলিতে নামল আঁধার , ফুরিয়ে গেল বেলা , ঘরের মাঝে সাঙ্গ হল চেনা মুখের মেলা । দূরে তাকায় লক্ষ্যহারা নয়ন ছলোছলো , এবার তবে ঘরের প্রদীপ বাইরে নিয়ে চলো । মিলনরাতে সাক্ষী ছিল যারা আজো জ্বলে... Read more

Akastole uthilo Fute আকাশতলে উঠল ফুটে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

আকাশতলে উঠল ফুটে – রবীন্দ্রনাথ ঠাকুর আকাশতলে উঠল ফুটে আলোর শতদল। পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক্-দিগন্তরে, ঢেকে গেলো অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে, ভাই, আছি বসে – আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে... Read more

Akas আকাশ– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

আকাশ – রবীন্দ্রনাথ ঠাকুর শিশুকালের থেকে আকাশ আমার মুখে চেয়ে একলা গেছে ডেকে। দিন কাটত কোণের ঘরে দেয়াল দিয়ে ঘেরা কাছের দিকে সর্বদা মুখ-ফেরা; তাই সুদূরের পিপাসাতে অতৃপ্ত মন তপ্ত ছিল। লুকিয়ে যেতেম ছাতে, চুরি করতেম আকাশভরা সোনার বরন ছুটি,... Read more