আষাঢ় – রবীন্দ্রনাথ ঠাকুর নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরঝর, আউশের ক্ষেত জলে ভরভর, কালি-মাখা মেঘে ও পারে আঁধার ঘনিছে দেখ্ চাহি রে। ওগো, আজ তোরা যাস... Read more
আশার সীমা – রবীন্দ্রনাথ ঠাকুর সকল আকাশ , সকল বাতাস , সকল শ্যামল ধরা , সকল কান্তি , সকল শান্তি সন্ধ্যাগগন – ভরা , যত – কিছু সুখ যত সুধামুখ , যত মধুমাখা হাসি , যত নব নব বিলাসবিভব ,... Read more
আয় রে বসন্ত – রবীন্দ্রনাথ ঠাকুর আয় রে বসন্ত, হেথা কুসুমের সুষমা জাগা রে শান্তিস্নিগ্ধ মুকুলের হৃদয়ের গোপন আগারে। ফলেরে আনিবে ডেকে সেই লিপি যাস রেখে, সুবর্ণের তুলিখানি পর্ণে পর্ণে যতনে লাগা রে। (স্ফুলিঙ্গ) Read more
আমি চেয়ে আছি – রবীন্দ্রনাথ ঠাকুর আমি চেয়ে আছি তোমাদের সবা-পানে। স্থান দাও মোরে সকলের মাঝখানে। নীচে সব-নীচে এ ধূলির ধরণীতে যেথা আসনের মূল্য না হয় দিতে, যেথা রেখা দিয়ে ভাগ করা নাই কিছু, যেথা ভেদ নাই মানে আর অপমানে।... Read more
আমার সোনার বাংলা – রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে– ও মা, অঘ্রানে তোর ভরা... Read more