আমাদের ছোট নদী – রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা, একধারে... Read more
আমগাছ – রবীন্দ্রনাথ ঠাকুর এ তো সহজ কথা , অঘ্রানে এই স্তব্ধ নীরবতা জড়িয়ে আছে সামনে আমার আমের গাছে ; কিন্তু ওটাই সবার চেয়ে দুর্গম মোর কাছে । বিকেল বেলার রোদ্দুরে এই চেয়ে থাকি , যে রহস্য ওই তরুটি রাখল... Read more
আরম্ভ ও শেষ – রবীন্দ্রনাথ ঠাকুর শেষ কহে, একদিন সব শেষ হবে, হে আরম্ভ, বৃথা তব অহংকার তবে। আরম্ভ কহিল ভাই, যেথা শেষ হয় সেইখানে পুনরায় আরম্ভ-উদয়। (কণিকা কাব্যগ্রন্থ) Read more
আপিস থেকে ঘরে এসে – রবীন্দ্রনাথ ঠাকুর আপিস থেকে ঘরে এসে মিলত গরম আহার্য, আজকে থেকে রইবে না আর তাহার জো। বিধবা সেই পিসি ম’রে গিয়েছে ঘর খালি করে, বদ্দি স্বয়ং করেছে তার সাহায্য। (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more
আপনারে নিবেদন – রবীন্দ্রনাথ ঠাকুর আপনারে নিবেদন সত্য হয়ে পূর্ণ হয় যবে সুন্দর তখনি মূর্তি লভে। (স্ফুলিঙ্গ) Read more
