শেষের মধ্যে অশেষ আছে – রবীন্দ্রনাথ ঠাকুর শেষের মধ্যে অশেষ আছে এই কথাটি মনে, আজকে আমার গানের শেষে জাগছে ক্ষণে ক্ষণে। সুর গিয়েছে থেমে তবু থামতে যেন চায় না কভু, নীরবতায় বাজছে বীণা বিনা প্রয়োজনে। তারে যখন আঘাত লাগে, বাজে... Read more
তম্বুরা কাঁধে নিয়ে – রবীন্দ্রনাথ ঠাকুর তম্বুরা কাঁধে নিয়ে শর্মা বাণেশ্বর ভেবেছিল, তীর্থেই যাবে সে থানেশ্বর। হঠাৎ খেয়াল চাপে গাইয়ের কাজ নিতে– বরাবর গেল চলে একদম গাজনিতে, পাঠানের ভাব দেখে ভাঙিল গানের স্বর। (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more
উৎসব – রবীন্দ্রনাথ ঠাকুর দুন্দুভি বেজে ওঠে ডিম্ ডিম্ রবে, সাঁওতাল–পল্লীতে উৎসব হবে। পূর্ণিমাচন্দ্রের জ্যোৎস্নাধারায় সান্ধ্য বসুন্ধরা তন্দ্রা হারায়। তাল–গাছে তাল–গাছে পল্লবচয় চঞ্চল হিল্লোলে কল্লোলময়। আম্রের মঞ্জুরি গন্ধ বিলায়, কুসুম সৌরভ শূন্যে মিলায়। দান করে কুসুমিত কিংশুকবন সাঁওতাল–কন্যার কর্ণভূষণ। অতিদূর... Read more