Ore Majhi ওরে মাঝি– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

ওরে মাঝি – রবীন্দ্রনাথ ঠাকুর ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি। তরী কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে। সেথায় সন্ধ্যা-অন্ধকারে দেয় কি দেখা প্রদীপরাজি। যেন আমার লাগছে মনে, মন্দমধুর... Read more

Jabar Dine Ei Kothati যাবার দিনে এই কথাটি – রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

যাবার দিনে এই কথাটি – রবীন্দ্রনাথ ঠাকুর যাবার দিনে এই কথাটি বলে যেন যাই— যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতিঃসমুদ্র-মাঝে যে শতদল পদ্ম রাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই— যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন... Read more

Ekta Khura Ghurar Pore একটা খোঁড়া ঘোড়ার ‘পরে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

একটা খোঁড়া ঘোড়ার ‘পরে – রবীন্দ্রনাথ ঠাকুর একটা খোঁড়া ঘোড়ার ‘পরে চড়েছিল চাটুর্জে,পড়ে গিয়ে কী দশা তার হয়েছিল হাঁটুর যে! বলে কেঁদে, “ব্রাহ্মণেরে বইতে ঘোড়া পারল না যে সইত তাও, মরি আমি তার থেকে এই অধিক লাজে– লোকের মুখের ঠাট্টা... Read more

ora kaj kore ওরা কাজ করে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

ওরা কাজ করে – রবীন্দ্রনাথ ঠাকুর অলসসময়ধারা বেয়ে মন চলে শূন্য-পানে চেয়ে। সে মহাশূন্যের পথে ছায়া-আঁকা ছবি পড়ে চোখে। কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে। এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, এসেছে মোগল; বিজয়রথের চাকা উড়ায়েছে... Read more

Purano Sei Diner Kotha পুরানো সেই দিনের কথা – রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

পুরানো সেই দিনের কথা – রবীন্দ্রনাথ ঠাকুর পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুখের কথা কব, প্রাণ... Read more