Tumi Jokhon Gan Gahite Bolo তুমি যখন গান গাহিতে বল– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

তুমি যখন গান গাহিতে বল – রবীন্দ্রনাথ ঠাকুর তুমি যখন গান গাহিতে বল গর্ব আমার ভ’রে উঠে বুকে; দুই আঁখি মোর করে ছলছল, নিমেষহারা চেয়ে তোমার মুখে। কঠিন কটু যা আছে মোর প্রাণে গলিতে চায় অমৃতময় গানে, সব সাধনা আরাধনা... Read more

Arogya 9 আরোগ্য ৯– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

আরোগ্য–৯ – রবীন্দ্রনাথ ঠাকুর বিরাট সৃষ্টির ক্ষেত্রে আতশবাজির খেলা আকাশে আকাশে, সূর্য তারা ল’য়ে যুগযুগান্তের পরিমাপে। অনাদি অদৃশ্য হতে আমিও এসেছি ক্ষুদ্র অগ্নিকণা নিয়ে এক প্রান্তে ক্ষুদ্র দেশে কালে। প্রস্থানের অঙ্কে আজ এসেছি যেমনি দীপশিখা ম্লান হয়ে এল, ছায়াতে পড়িল... Read more

Sarate Aaj Kon Atithi শরতে আজ কোন্‌ অতিথি– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

শরতে আজ কোন্‌ অতিথি – রবীন্দ্রনাথ ঠাকুর শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে। আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে। নীল আকাশের নীরব কথা শিশির-ভেজা ব্যাকুলতা বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে। শস্যখেতের সোনার গানে যোগ দে রে... Read more

Sat Somudro Pare সাত সমুদ্র পারে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

সাত সমুদ্র পারে – রবীন্দ্রনাথ ঠাকুর দেখছ না কি , নীল মেঘে আজ আকাশ অন্ধকার । সাত সমুদ্র তেরো নদী আজকে হব পার । নাই গোবিন্দ , নাই মুকুন্দ , নাইকো হরিশ খোঁড়া । তাই ভাবি যে কাকে আমি করব... Read more

Gan Diye Je Tomay গান দিয়ে যে তোমায়– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

গান দিয়ে যে তোমায় – রবীন্দ্রনাথ ঠাকুর গান দিয়ে যে তোমায় খুঁজি বাহির মনে চিরদিবস মোর জীবনে। নিয়ে গেছে গান আমারে ঘরে ঘরে দ্বারে দ্বারে, গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই এই ভুবনে। কত শেখা সেই শেখালো, কত গোপন পথ দেখালো,... Read more